সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ডেভিল, ইয়াবাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আাসামি গ্রেফতার।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া :
চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক রাজনৈতিক মামলার ০১ জন আসামী, ০৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক)জন আসামী, নারী ও শিশু নির্যাতন মামলার ০১জন আসামী, চুরি মামলার ০১জন আসামী ও ০২(দুই) জন জিআর পরোয়ানাভুক্ত আসামী, গ্রেফতার ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম বার, মহোদয় এর নির্দেশনায় সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে-২৬/০৮/২০২৫খ্রিঃ তারিখ এসআই(নিঃ)মোঃ বেলাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন ১০ নং কেঁওচিয়া ইউপির ০৯নং ওয়ার্ড, জনার কেঁওচিয়া মাদারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার ,এফআইআর নং-৭, তারিখ- ০৫ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-২৫৪, ধারা-১৪৩/৩২৩/৩৫৭/৩৮০/৩৮৫/৪২৭/৪৪৮/৩৫৪/৫০৬(২) পেনাল কোড এর সন্ধীগ্ধ আসামী দেলোয়ার হোসেন(৩০), পিতা-সিরাজুল হক, মাতা-চেমন আরা বেগম, সাং-জনার কেঁওচিয়া, মাদার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ১০নং কেওচিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এসআই(নিঃ) এসএম মাহবুবুর ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতকানিয়া থানাধীন ১২নং ধর্মপুর ইউপির ০৪নং ওয়ার্ডস্থ ধর্মপুর সাকিনের পলাতক আসামী লোকমান হাকিম লোকমান ডাকাত (৫০) এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ০৮(আট) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী আবদুল মালেক, বয়স:৪০, পিতা:আশরাফুজ্জামান, মাতা: নুর নাহার বেগম ঠিকানা: স্থায়ী: (বুধাগাজী পাড়া, মাষ্টার হাট, ০৯নং ওয়ার্ড ১১নং কালিয়াইশ ইউপি) , উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা–চট্টগ্রামকে ধৃত করেন। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা নং-১৮, তারিখ-২৬/০৮/২০২৫ইং, ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
এসআই(নিঃ) এসএম মাহবুবুর ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৯/১৯, তারিখঃ-২৬/০১/২০২৫ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী মোঃ সাগর (২০), পিতা-আবদুস শুকুর, মাতা-শাহিনা আক্তার, সাং-দক্ষিণ ঢেমশা, মাইজপাড়া (নুরুল ইসলাম মেম্বারের বাড়ি), ০৪নং ওয়ার্ড, ০৮নং ঢেমশা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম মোঃ সাগর (২০), পিতা-আবদুস শুকুর, মাতা-শাহিনা আক্তার, সাং-দক্ষিণ ঢেমশা, মাইজপাড়া (নুরুল ইসলাম মেম্বারের বাড়ি), ০৪নং ওয়ার্ড, ০৮নং ঢেমশা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এসআই(নিঃ) উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৭, তারিখ: ২৬/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/২০২০) এর ১০/৩০ তৎসহ ৫০৯/৫০৬ পেনাল কোড এর আসামী মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব (১৯), পিতা- মোঃ মাহমুদুল হক, মাতা- মোসাঃ হাছিনা বেগম, সাং- নয়া পাড়া, ০৯নং ওয়ার্ড, ১০নং কেওচিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এসআই (নিঃ) মোঃ রোমান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে হাজারখীল, নাপিতের চর বিশেষ অভিযান পরিচালনা করিয়া ফেনী মডেল থানার মামলা নং-৪৫,, তারিখ-২৬/১২/২৪ইং, ধারা-৩৬(১) সারণীর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ জসিম উদ্দিন(৩৭), পিতা-মোঃ সোলেমান প্রঃ কামাল, সাং-হাজারখীল, ০২নং ওয়ার্ড, দক্ষিণ ঢেমশা, নাপিতের চর পূর্ব পাশে, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।কে ধৃত করেন।
এএসআই (নিঃ) মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৮নং ঢেমশা ইউপির, ০৩নং ওয়ার্ড, রাজার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৭(৮)২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড এর জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ এহাছান (২৮), পিতা-আবু তাহের, সাং-রাজার বাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৮নং ঢেমশা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাকে ধৃত করেন।