"
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫" আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫" উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন,আরো উপস্থিত ছিলেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সকল চিকিৎসক কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স।
সভায় বক্তারা মাতৃদুগ্ধের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। ০-৬ মাস বয়সী শিশুর বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশের যেসব পুষ্টি উপাদান প্রয়োজন তা একমাত্র মায়ের বুকের দুধে সঠিক পরিমাণে থাকে।
অপরদিকে বাজারজাত কৃত্রিম গুড়োদুধ খাওয়ালে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শিশু ঘন ঘন ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং শিশুর বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়।
তাই জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ প্রদান করা হয়।