দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য ঘরে ঘরে যেতে হবে সাতকানিয়ায় শাহজাহান চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিটি ঘরে ঘরে আমাদের যেতে হবে। মানুষকে বুঝাতে হবে দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরাই একনিষ্ঠ ও সত্যনিষ্ঠভাবে কাজ করবে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফৌজুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনোয়ার হোছাইন জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারী তারেক হোসাইন, উপজেলা জামায়াত নেতা মোহাম্মদ রফিক, মাওলানা আবু আহমদ, ছদাহা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছদাহা ইউনিয়নের সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাতকানিয়া জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আইয়ুব আলী, জামায়াত নেতা মোহাম্মদ হোসাইন সিকদার, মাওলানা শফিকুর রহমান, কাজী মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আইয়ুব, মাওলানা খাইর আহমদ, মিজানুর রহমান ও মহসিন চৌধুরী প্রমূখ।