সাতকানিয়ায় হাসপাতাল, হোটেল, বেকারিতে উপজেলা প্রশাসনের ভ্রম্যমান আদালতের অভিযান জরিমানা আদায়।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার যানজট নিরসন, খাবারের হোটেল, বেকারি ও হাসপাতালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
এ সময় কেরানীহাটের এলাকার যানজট নিরসনে ফুটপাত ও মহাসড়ক দখল করে গড়ে ওঠা হকারদের সরিয়ে দিয়ে ভবিষ্যৎ রাস্তায় জায়গায় বসলে জরিমানা করার ব্যাপারে হুশিয়ার করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত,ডাস্টবিনের পাশে রান্না স্থাপন,মূল্য তালিকা ও লাইসেন্স না থাকায় দায়ে আল মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য প্রস্তুত, উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ না থাকায় আল মদিনা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমান ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট না থাকায় হেলথ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কে ৫ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে কাগজপত্র নবায়ন করার বিষয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়া হালাল বেকারি কে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশনা প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়ার অভিযান অব্যাহত থাকবে।