কালিয়াইশ শাহ্ জব্বারিয়া (রহঃ) ইবতেদায়ী নূরানী মাদ্রাসার শিক্ষক মারুফের শিক্ষকের বিদায় সংবর্ধনা।
মুহাম্মদ ফরিদ উদ্দীন ‘সাতকানিয়া:
সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াইশ শাহ্ জব্বারিয়া (রহঃ) ইবতেদায়ী নূরানী মাদ্রাসা সিনিয়র শিক্ষক আবদুল্লাহ আল মারুফের বিদায় সংবর্ধনা ২৪ আগস্ট মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
কালিয়াইশ শাহ্ জব্বারিয়া (রহঃ) ইবতেদায়ী নূরানী মাদ্রাসা সভাপতি আলহাজ্ব আবুল বশর জিহাদির সভাপতিত্বে ইবতেদায়ী প্রধান মাওলানা হাফেজ ইব্রাহিম এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশনের কেয়ারটেকার নুরুল কবির, কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ ইউসুফ, মাদ্রাসা সহ সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠান শেষে
বিদায়ী শিক্ষক আবদুল্লাহ আল মারুফ কে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন অতিথিগণ দীর্ঘদিনের সহপাঠীরা ক্রেস্ট তুলে দেন এবং বিদায়ী শিক্ষকে অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ফুলের তোড়া দিয়ে শেষ বিদায় জানান বিদায় বেলায় আজকের এই বিদায় অনুষ্ঠানে আপনার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। বিদায় বেলায় আমরা শুধু এটুকুই বলব—“আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। আপনি আমাদের জীবনের অংশ, আমাদের পরিবার। শুভকামনা রইল, স্যার।”