কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন অনুষ্ঠিত
ফারুক আহমদ রামু কক্সবাজার :
কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামুতে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি ও সম্মিলিত নাগরিক পরিষদ রামু বাইপাস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তারা কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে এটিকে অবিলম্বে ৬ লেনে উন্নীত করার জোর দাবি জানান।
মানববন্ধনে নাগরিক সমাজ, ছাত্র প্রতিনিধি, পরিবহন মালিক, যানবাহন যাত্রীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।