বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪৯০ লিটার দেশীয় মদ উদ্ধার।
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়া হাফেজ আহম্মদ এর ছেলে মোঃ সোহেল (৩৩) ৪৯০ লিটার দেশীয় তৈরি মদ সহ গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালখালী থানার কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের বারংবার নির্বাচিত আলহাজ্ব হামিদুর হক মান্নান চেয়ারম্যানের সহায়তায় বোয়ালখালী আর্মি ক্যাম্প বিপুল মদের চালান (৪৯০ লি: দেশী মদ) উদ্ধার করে এবং মদ বহনকারী সিএনজিসহ চালক মোঃ সোহেলকে আটক করে।
বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল প্রধান জানান, বেশ কয়েকদিন ধরে একটি চক্র এই এলাকায় মদের ব্যবসার কার্যক্রম করে আসছে। সম্পূর্ণ চক্রটিকে আটক করার জন্য বোয়লখালী আর্মি ক্যাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।