চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগ কার্যক্রমে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নিজস্ব সংবাদদাতা :
উল্লেখ্য যে, কনস্টেবল পদে নিয়োগ পেতে ৩,৩০৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। ৩ দিনের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় অংশগ্রহনের জন্যে ৯৪৮ জন উত্তীর্ণ হয়েছেন।
নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
পুলিশ সুপার মহোদয় নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে আবারো অঙ্গিকার ব্যক্ত করেন।
সেই সাথে কেউ যেন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সকলকে সতর্ক করেন। তিনি আরো বলেন, কোন রকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
উল্লেখ্য, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১০.৯.২৫ তাং সিএমপি স্কুল এন্ড কলেজ এ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত যে কোন অভিযোগ জানাতে ০১৩২০১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হল।