আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে : সাতকানিয়ায় মতবিনিময় সভায়
মুহাম্মদ ফরিদ উদ্দীন,সাতকানিয়া :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পীকার আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, “বিগত আঠারো বছর দেশের শান্তিকামী জনগণ অমানবিক কষ্ট পেয়েছে। আওয়ামী অপশক্তি এদেশের তৌহিদী জনতার উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আল্লাহ সেই জুলুম থেকে মুক্তি দিয়েছেন। আমরা সুযোগ পেয়ে বিগত এক বছর শান্তিপূর্ণভাবে দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণে কাজ করেছি। কোনো ধরণের প্রতিহিংসা পরায়ণ আচরণ আমরা করিনি। শান্তি ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে। সেজন্য সকল জনশক্তিকে এখন থেকে ঘরে ঘরে ক্যাম্পেইন করতে হবে।”
জুমাবার (২২ আগস্ট) রাতে কেরানিহাটের একটি কনফারেন্স সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ হোছাইন আল হিশাম মুহাম্মদ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী তারেক হোসাইন, শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ কাদেরী, উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, ব্যাংকার আবু জাফর, ডাক্তার মাহবুবুর রহমান, ব্যবসায়ী তৈয়বুল হক সিকদার, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন, প্রবাসী মোজাফ্ফর হোসাইন প্রমূখ।
.