চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সন্ত্রাস ও কালোটাকার বানিজ্য প্রতিরোধে পিআর পদ্ধতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন এর ব্যবস্থা করতে হবে
মুহাম্মদ ফরিদ উদ্দীন, চট্টগ্রাম থেকে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করতে চায় কিন্তু সেজন্য সরকারকে নির্বাচন এর পরিবেশ সৃষ্টি করতে হবে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সন্ত্রাস ও কালোটাকার বাণিজ্য প্রতিরোধে পি আর পদ্ধতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন এর ব্যবস্থা করতে হবে।
আজ বুধবার সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ুদ্যোগে অনুষ্ঠিত উপজেলা, থানা ও পৌরসভা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমদুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য কামাল উদ্দিন, মুহাম্মদ নুরুল হক, আরিফুর রশিদ, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, আ.ক.ম ফরিদুল আলম সহ উপজেলা, থানা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।