মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া :
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ার কেরানীহাটের বান্দরবান মাথায় মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।
১৭ আগস্ট রবিবার বিকাল ৫ ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জি, এম মাহফুজুর রহমান,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা এম, রফিক দিদার, তিনি বলেন অবিলম্বে তুহিন হত্যাকাণ্ডের বিচার চাই এবং সাংবাদিক দের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন
সহ সভাপতি আজম সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি দৈনিক দিন প্রতিদিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কলিম উল্লাহ, সাতকানিয়া উপজেলার দৈনিক স্বাধীন সংবাদ ও জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, লোহাগাড়া উপজেলা সভাপতি নূরে মিনহাজ, দৈনিক বায়েজিদ পত্রিকার খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থসম্পদ মোঃ সোহেল তালুকদার স্বাধীন ৭১সংবাদ । সাতকানিয়া ও লোহাগাড়ার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সবাই এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত মাধ্যমে বিচারের দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।