সাতকানিয়ায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনেন মোবাইল_কোর্ট অভিযান লক্ষ টাকা জরিমানা আদায়।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া।
অদ্য ১৭-০৮-২০২৫ রাত আনুমানিক ১০-৩০ ঘটিকা ১১-১০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কেরানীহাট কাঁচাবাজার এলাকায় মিষ্টি ঘর এর কারখানায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও ঘি উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেরানীহাট কাঁচাবাজারে একটি মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পোড়া তৈল ব্যবহার, লেভেলবিহীন বাসি মিষ্টি সংরক্ষণ বিক্রয় বিপনন, মিষ্টি তৈরিতে কাপড়ের রং ব্যবহার,মিষ্টি তৈরিতে পঁচাবাসি চিনির সিরা ব্যবহার, তৈরিকৃত মিষ্টিতে পোকামাকড় পাওয়ায় মিষ্টি কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম(৫০)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১,০০,০০০/-(এক লক্ষ)টাকা জরিমানা ও আদায় করা হয়।এই সময় পোড়া তৈল, নষ্ট বাসী সিরা ফেলে দেওয়া হয়।
জব্দকৃত মালামালের উক্ত অভিযানে ৩০০-৩৫০ লিটার পুরা তেল ও ২০০-২৫০ লিটার মিষ্টির শিরা সাথে সাথে নষ্ট করা হয়। তাছাড়া বিভিন্ন প্রকার কাপড়ের রং, নষ্ট ঘি ও বিপুল পরিমাণ পঁচা মিষ্টি ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।