সাতকানিয়ায় যুব প্রতিনিধি সমাবেশে শাহজাহান চৌধুরী
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা। বহির্বিশ্বের করালগ্রাস থেকে প্রিয় জন্মভূমিকে রক্ষার জন্য আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে সাতকানিয়া পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছেরের সভাপতিত্বে ও সাতকানিয়া যুব বিভাগের সভাপতি মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, শুরা সদস্য আরিফুর রশিদ চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম, দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি ও শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন।এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীরসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।