1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এক লক্ষ পিস ইয়াবা টেবলেট ও একটি প্রাইভেটকার ও মোবাইল উদ্ধার। চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চট্টগ্রাম শহরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়া থানা পুলিশের চৌকস দল ৪ ঘন্টায় পিতা হত্যার আসামি পুত্র রিয়াদকে আটক করে। সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন সাতকানিয়ায় অভিন্ন কৌশলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাঁচতে গিয়ে নিজে পুলিশের ফাঁদে আটক। চট্টগ্রামের হালিশহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত। চন্দনাইশে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান। লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

লোহাগাড়ায় দোয়া মাহফিলে শাহজাহান চৌধুরী  ইসলামী আন্দোলনে একনিষ্ঠতা মরহুম আবুল কালামকে হাজার বছর বাঁচিয়ে রাখবে

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় দোয়া মাহফিলে শাহজাহান চৌধুরী 

ইসলামী আন্দোলনে একনিষ্ঠতা মরহুম আবুল কালামকে হাজার বছর বাঁচিয়ে রাখবে 

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও জাতীয সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, অধ্যাপক মাওলানা আবুল কালাম ছিলেন,ইসলামের জন্য একনিষ্ঠ নিবেদিত প্রাণ,দায়িত্ব পালনে তার একনিষ্ঠতা তাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে। যেকোনো কঠিন পরিস্থিতিতেও তিনি আপোষ করেননি,মাঠ ছেড়ে দেননি,যার কারনে তাকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। তার অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার জন্য ইসলামের নির্দেশিত পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

তিনি গতকাল ১৭ সেপ্টেম্বর বিকালে  একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে সদ্য প্রয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালামের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন,চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর ছাদেক। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের আমির  আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মোহাম্মদ নোমান। লোহাগাড়া জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে ও এসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্টিত এই মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পীরে কামেল মাওলানা গোলাম রসুল কমরী,

চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোছাইন, মাওলানা আবু মুছা খালেদ জামিল,হাফেজ মাওলানা আবুল বশর, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আইনজীবি নেতা এডভোকেট আবু নাছের,

ঙপদুয়া জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ,অধ্যক্ষ ড.  মাওলানা আব্দুল কাদের নিজামী,মাস্টার মোহাম্মদ সামছুদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুরুল মোহসিন, অধ্যক্ষ মাওলানা সাহাদাত হোসেন ও লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যপক নুরুল আবছার চৌধুরী।

বক্তারা বলেন, অধ্যাপক আবুল কালাম সাহেব ছিলেন একজন নীতিবান, সৎ ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের সৈনিক। ইসলামী শিক্ষা বিস্তার এবং সমাজসেবায় তার অবদান এলাকাবাসী স্মরণ করবে চিরদিন। তার রেখে যাওয়া দ্বীনের কাজ আমাদের এগিয়ে নিতে হবে।

বক্তারা, মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত মাহফিলে সাঙ্গু সাংগঠনিক থানার সাবেক আমির ডা.আব্দুল জলিল, দক্ষিণ জেলা জামায়াত নেতা আরিফুর রশিদ চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ অধ্যাপক মাওলানা আবুল কালামের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট