1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এক লক্ষ পিস ইয়াবা টেবলেট ও একটি প্রাইভেটকার ও মোবাইল উদ্ধার। চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চট্টগ্রাম শহরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়া থানা পুলিশের চৌকস দল ৪ ঘন্টায় পিতা হত্যার আসামি পুত্র রিয়াদকে আটক করে। সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন সাতকানিয়ায় অভিন্ন কৌশলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাঁচতে গিয়ে নিজে পুলিশের ফাঁদে আটক। চট্টগ্রামের হালিশহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত। চন্দনাইশে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান। লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না : সাতকানিয়ায় শিবির সভাপতি

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না : সাতকানিয়ায় শিবির সভাপতি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। খুন, গুম, হত্যা ও আয়না ঘর তৈরি করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের—বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের—উপর সারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখনই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উত্তম সময়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন নতুন করে একটি গোষ্ঠী দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে। ইসলামী ছাত্রশিবির সেই ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেবে না।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, ইসলামী ছাত্রশিবির আজ ছাত্রসমাজের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শিবিরের পতাকাতলে শামিল হচ্ছে। এই অগ্রযাত্রা রোধ করতে একটি রাজনৈতিক দলের নেতারা তাদের সভা-সমাবেশে ১০ মিনিটের বক্তব্যের মধ্যে ৯ মিনিট ইসলামী ছাত্রশিবির নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তাদের নিজেদের কোনো এজেন্ডা নেই; এসবের মাধ্যমে তারা বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফ উল্লাহ আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আসহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। ছাত্রশিবির না হলে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামের নাম নেওয়া যেত না। ছাত্রশিবির কোনো রাজনৈতিক সংগঠন নয়; দেশের ছাত্রসমাজের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজ করতে গিয়ে অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। শুধু সাতকানিয়া-লোহাগাড়াতেই ১৩ জন ভাই শহীদ হয়েছেন। এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং একদিন বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে।

ছবির ক্যাপশন: চট্টগ্রামের সাতকানিয়ায় সুধী সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঞ্চে শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট