আওয়ামী লীগ) বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না সালাহ উদ্দিন
পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখার জন্য আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে-শাহজাহান চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাদের (ফ্যাসিস্ট শক্তি) গোড়া আরেক জায়গায়। তারা মরিয়া প্রমাণ করিলো তাদের গোড়া কোন জায়গায়।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না। তারা কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনা সভা করে সিএইচটিআরএফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ।
‘আদিবাসী’, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সাবেক সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ বরকতুল্লাহ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু রুইথি কারবারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারেক ফজল, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর বাসিন্দাদেরকে উন্নয়নের মূল স্রোতে আনার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান রয়েছে। ১৯৯১ থেকে ৯৬ সাল আবার ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বার হিসেবে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। কিন্তু আমরা পুরোপুরি সফল হতে পারিনি। পাহাড়ে বসবাসকারী উপজাতীয়দের সাথে আমাদের বাঙ্গালীদের কোন সংঘাত নেই,ছিলনা কোনো বিরোধ। কিন্তু একটি আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার জন্য প্রায় সময় উপজাতি আদিবাসী বিতর্ক সামনে এনে পাহাড়ি আর বাঙ্গালীদের মধ্যে সংঘাত লাগিয়ে রাখেন।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি। আমাদের জাতীয়তা বাংলাদেশি, আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে সবাইকে যেন পরিচয় দেই এবং এটিকে যেন আমরা ধারণ করতে পারি। সেটাই হবে আমাদের মূল ভিত্তি, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য মূল শক্তি।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কথাগুলো আমরা বার বার বলি, বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জাতীয় ঐক্যকে শক্তি করে এগিয়ে যেতে হবে। কারণ পতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।