নেপালে মসজিদ নির্মাণ নিয়ে মিথ্যা সংবাদ,আলহাজ্ব শামসুল
হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশনের) আইনি ব্যবস্থার ঘোষণা!
নেপালের সুনসারী জেলায় মসজিদ নির্মাণ প্রকল্পকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া সংবাদ প্রচারের অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)।
শনিবার (৯ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর লালখানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন পিএস টু চেয়ারম্যান রেজাউর রাহমান, সঞ্চালনায় ছিলেন আশ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অরডিনেটর তানভীর সিকদার। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আবু বক্কর সিদ্দিক পিয়াস, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (আইটি) স্বরূপ মজুমদার এবং এসিস্ট্যান্ট কো-অরডিনেটর (প্রেস মিডিয়া এন্ড কমিউনিকেশন) জুবাইর উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, সম্প্রতি ব্লিটজ, হাইল্যান্ডপোস্ট, অর্গানাইজারসহ কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাউন্ডেশন ও তার বিরুদ্ধে ‘জঙ্গিবাদ, ধর্মান্তর ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে জড়িত’—এমন মনগড়া ও মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, নেপালের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অনুরোধ ও প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদনে ‘মসজিদ-এ- রাজ্জাক’ নির্মাণকাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু কিছু গণমাধ্যম ওই প্রকল্পকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জঙ্গিবাদ ও ধর্মান্তরের সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, আশ ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অনুমোদিত, অরাজনৈতিক ও মানবিক সংস্থা। সংখ্যালঘু সম্প্রদায়ের সহায়তায় দুর্গাপূজায় বিনামূল্যে এম্বুলেন্স সেবা, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, নলকূপ স্থাপনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে তিনি বিতর্কিত সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে ‘মানহানিকর ও বিদ্বেষমূলক’ প্রতিবেদন প্রকাশের অভিযোগ আনেন। তার দাবি, ব্লিটজ পত্রিকায় কোনো প্রমাণ ছাড়াই ফাউন্ডেশনকে পাকিস্তানি আইএসআই ও জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আশ ফাউন্ডেশন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি করেছে এবং ব্লিটজ পত্রিকার নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।