সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়া নগর এলাকায় অভিযান চালিয়ে জানে আলম নামের ১মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।আটকের সময় পুলিশ কর্তৃক ০১টি কাঠের বাটযুক্ত পুরাতন বিদেশী রিভালবার, ০১টি পুরাতন কার্তুজ, ০১টি কার্তুজের খোসা ও ২৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
৫আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিশ্বস্ত সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন ,সঙ্গীয় অফিসার ফোর্স এবং থানা এলাকায় নিয়োজিত সেনাবাহিনীর টহল দলসহ সাতকানিয়া থানাধীন ১৬নং সাতকানিয়া সদর ইউপির ০২নং ওয়ার্ডের অর্ন্তগত করাইয়া নগর সাকিনের চাটগা পাড়া লায়লার বর বাড়ীস্থ আসামী জানে আলম এর ২য় তলা বসত বিল্ডীংয়ের নীচ তলায় পশ্চিম পার্শ্বের কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জানে আলম (৪০), পিতা-ছালেহ আহমদ, মাতা-চেমন আরা বেগম, এনআইডি-৮২৩৪১৯১৭৬৮, সাং-করাইয়া নগর, চাটগা পাড়া, লায়লার বর বাড়ী, ০২নং ওয়ার্ড, ১৬নং সাতকানিয়া সদর ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয় এবং তাহার হেফাজত হইতে ০১(এক) টি কাঠের বাটযুক্ত পুরাতন বিদেশী রিভালবার, ০১টি পুরাতন কার্তুজ, ০১টি কার্তুজের খোসা ও ২৩০ পিছ ইয়াবা ট্যাবলেট, উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা নং-০৩ তারিখ-০৬/০৮/২০২৫ইং, ধারা-19A The Arms Act, 1878; তৎসহ ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয় বলে থানা সূত্রে জানা যায়।
মাদক ব্যাবসায়ী জানে আলমকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি সাতকানিয়া থানা প্রশাসন নিশ্চিত করেছেন।