1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নতুন ডিসি জাহিদুল ইসলাম চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এক লক্ষ পিস ইয়াবা টেবলেট ও একটি প্রাইভেটকার ও মোবাইল উদ্ধার। চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চট্টগ্রাম শহরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়া থানা পুলিশের চৌকস দল ৪ ঘন্টায় পিতা হত্যার আসামি পুত্র রিয়াদকে আটক করে। সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন সাতকানিয়ায় অভিন্ন কৌশলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাঁচতে গিয়ে নিজে পুলিশের ফাঁদে আটক। চট্টগ্রামের হালিশহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত। চন্দনাইশে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান।

সাতকানিয়ায় ক্যান্সার আক্রান্ত শিক্ষক নক্ষত্র মাষ্টার শহিদুল ইসলামের জানাযায় হাজার হাজার শোকাহত জনতার ঢল।

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় ক্যান্সার আক্রান্ত শিক্ষক নক্ষত্র মাষ্টার শহিদুল ইসলামের জানাযায় হাজার হাজার শোকাহত জনতার ঢল।

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম কাঠগড় এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ
সাতকানিয়া মডেল হাই স্কুলের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম গত ২ আগস্ট কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স(৪৮)। এক স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান তিনি । শহিদ স্যার-এর প্রথম জানাযার নামাজ আজ সকাল ১০. ৩০ মিনিটে সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় , জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান।

হাজারো শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে অশ্রুবিজড়িত পরিবেশে অনুষ্ঠিত হয় স্যারের শেষ বিদায়। চারদিক জুড়ে ছিল কান্না আর বেদনাবিধুর নীরবতা।

শহীদ স্যার ছিলেন ছাত্রদের প্রাণ, সহকর্মীদের প্রিয়জন, এবং অভিভাবকদের আস্থার প্রতীক। স্যার যেমন ছিলেন অমায়িক ও সদালাপী, তেমনি ছাত্রদের ভুলত্রুটিতে ছিলেন কঠোর ও শাসনপ্রিয়-একজন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি।
অভিভাবকদের সঙ্গে তার হাস্যোজ্জ্বল আন্তরিক আলাপচারিতা এবং শিক্ষার্থীদের প্রতি পিতৃসুলভ আচরণ সবার মনে গভীর ছাপ ফেলে রেখেছে।

স্যার ছিলেন সত্যিকার অর্থে একজন আদর্শবান নাগরিক ও শিক্ষক। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

দ্বিতীয় জানাযার নামাজ বাদে জোহর নিজ গ্রাম কালিয়াইশ মৌলভীর দোকান মিয়া খলিলুর রহমান জামে মসজিদ সংগ্লন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক শুভাকাঙ্ক্ষীসহ হাজার হাজার মুসলিম উপস্থিত ছিলেন জানাযায় ইমামতি করেন মরহুমের ভাই মাওলানা জামাল উদ্দীন সাহেব।
মাষ্টার শহিদুল ইসলামকে মিয়া খলিলুর রহমান জামে মসজিদ সংগ্লন সামাজিক কবর স্থানে দাপান করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের শোকবার্তা
..……………………………………………
তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, বিএনপি নেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো.ইব্রাহিম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ জমায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক জমায়াত ইসলামী আমীর মাস্টার সিরাজুল ইসলাম।
বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, সামসুল ইসলাম বাবলু মেম্বারসহ অসংখ্য নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

আল্লাহ তাআলা শহীদ স্যারকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট