সাতকানিয়া উপজেলার কালিয়াইশ মীরনগর মোক্তার হোসেনের মুরগীর ফার্মে আগুন দেওয়ার অভিযোগ।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মীরনগর মৌলভীর দোকান এলাকায় মোক্তার হোসেনের নিজ মালিকানা মুরগির ফার্মে কে বা কারা রাতের আঁধারে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় বিল্ডিংয়ের পাহাড়ায় থাকা বেলাল জানান ৩ আগস্ট রাত আনুমানিক ৩ ঘটিকার সময় আমাদের বিল্ডিংয়ের বাল্ব বন্ধ করে দিয়ে, মোক্তারের মুরগীর ফার্মে কয়েকজন লোক এসে আগুন ধরিয়ে দেন।
আমি আগুন দেখে ডাকাডাকি করলে মোক্তারের পরিবারের লোকজনসহ কয়েকজন মিলে পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি।
এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক মোক্তার হোসেন জানান আমার মালিকানাধীন জায়গায় দীর্ঘদিন একটি মুরগির ফার্ম ও মাছ চাষ, কলা বাগান করে আসছি।
প্রতিবেশী একজন আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে আমাকে মারধর করবে জায়গায় থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। আমি গত ২০/০৭/২০২৫ ইং মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সাধারণ ডাইরি করি নং ১০৭৬/ ২০২৫ ইং। মোক্তার হোসেন বলেন আমার মুরগীর ফার্মে আগুনের ঘটনায় ৩/৮/২০২৫ ইং সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয় তদন্ত করে দোষীদের বিচারের দাবী জানান।