লোহাগাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান,লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম,
বড়হাতিয়ার সাবেক চেয়ারম্যান মোঃ জুনায়েদ ও বিশিষ্ট ক্রীড়াবিদ মাস্টার নাসির উদ্দিন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
ভবানীপুর ফুটবল একাদশ ও আদর্শ পাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলায় আদর্শ পাড়া ফুটবল একাদশ ২-১ গোলে বিজয লাভ করেন।
খেলা শেষ পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরীরসহ অন্যান্য অতিথিবৃন্দরা ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,এই ফুটবল খেলার মাধ্যমে এলাকার যুবসমাজ মাদক ও জুয়া ছেড়ে খেলার মাঠে ফিরেছে । প্রতিটি এলাকায এলাকায় টুর্নামেন্ট আয়োজন করে এইধারা অব্যাহত রাখতে হবে ।
লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের যুব বিভাগ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী ।