প্রিয় সাতকানিয়াবাসী আসসালামু আলাইকুম।
আমি খোন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যাত্রা শুরু করেছি। ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত সাতকানিয়া উপজেলায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার নতুন পথচলায় আপনারা সর্বদা আমার পাশে থাকবেন এটি আমার বিশ্বাস। আপনাদের সহযোগিতা এবং সমর্থন নিয়ে একজন অংশীজন হিসেবে সাতকানিয়া উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সরকারি সকল সেবা নির্বিঘ্নে আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চাই। এ নতুন পথচলায় আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি।