প্রিয় সাতকানিয়াবাসী। আসসালামু আলাইকুম।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিগত ২ বছর ১০ দিন কর্মরত থেকে পদোন্নতি জনিত বদলীর কারনে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। এই সময়ে আপনাদের সাথে আমার একটি আত্মিক বন্ধন তৈরি হয়েছে। মনে হয়েছিলো আমি আপনাদের পরিবারের অন্যতম সদস্য। আপনাদের ভাই বা সন্তান।
আজ মায়ার বাধন ছেড়ে যেতে না চাইলেও যেতে হচ্ছে নতুন ঠিকানায়। কর্মকালীন সময়ে চেস্টা করেছি প্রিয় সাতকানিয়াবাসীকে সর্বোচ্চ সেবা দিতে। চেস্টার ত্রুটি না থাকা সত্ত্বেও অনেককে খুশি করতে পারিনি। এ জন্য তাদের কাছে দু:খ প্রকাশ করছি। আর কখনোই ইউএনও হিসেবে এখানে ফিরে আসতে পারবোনা কিন্তু আপনাদের কাছের মানুষ বা ভাই হিসেবে অবশ্যই আপনাদের এসে দেখে যাবো।
আমার এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমার প্রতি মনে কোন দু:খ না রাখার অনুরোধ করছি। আপনাদের সুখ সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
মিল্টন বিশ্বাস
উপজেলা নির্বাহী অফিসার, সাতকানিয়া