সাতকানিয়ায় বিএনপি নেতা লায়ন মোঃ সেলিম উদ্দীনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মীরনগর নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সহ সভাপতি লায়ন মোঃ সেলিম উদ্দীন আম্মা গতরাত ২৩ জুলাই ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৪ জুলাই বাদে জোহরের নামাজের পর মৌলভীর দোকানের উত্তর পাশে মিয়া খলিলুর রহমান জামে মসজিদ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন সাতবাড়িয়া দরবার শরীফের সুনামধন্য আলেমেধীন আলহাজ্ব মাওলানা আবদুল হালিম রশিদী ম.জি. আ. পীর সাহেব খলিফায়ে গারাঙ্গিয়া।
জানাজার নামাজে মরহুমার ছেলে লায়ন মোঃ সেলিম উদ্দীন ওনার আম্মার জন্য সকলের কাছে দোয়া চান।
জানাজার নামাজে উপস্থিতি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দীন, সাতকানিয়া উপজেলার বিএনপির প্রভাবশালী নেতা নুরুল কবির, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস বাবলু, কালিয়াইশ ইউনিয়ন জমায়াত ইসলামী সেক্রেটারি আলহাজ্ব আবুল বশর জিহাদি, কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সামসুল ইসলাম বাবলু, পুরানগড় ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জসিম উদ্দীন,উত্তর সাতকানিয়া যুবদলের সংগঠক শাহাদাৎ হোসেন মোস্তাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মহিউদ্দিন সাগরসহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুসল্লী, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রাজীব জাফর চৌধুরী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগঠক আলহাজ্ব শফিকুল ইসলাম রাহী, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
কালিয়াইশ শাহ্ জব্বারিয়া (রহঃ) ইবতেদায়ী নূরানী মাদ্রাসার উপদেষ্টা লায়ন মোঃ সেলিম উদ্দীন আম্মার আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া করেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা।
কালিয়াইশ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিএনপি নেতা লায়ন মোঃ সেলিম উদ্দীন আম্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।