বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উত্তর সাতকানিয়া ইউনিট পুরানগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্মরণে এবং সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় অকাল প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রাজিব জাফর।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জসিম উদ্দিন, আরও উপস্থিত ছিলেন বিএনপির বিশিষ্ট নেতৃবৃন্দ—মোঃ ইলিয়াস বাবুল, মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী, মোঃ হাফেজ উদ্দিন লিটন, যুবদল নেতা এ.জে.এম আলমগীর ও ছাত্রদল নেতা মোঃ আদনান। মোনাজাত পরিচালনা করেন মুফতি জলাল উদ্দিন সাহেব।
উত্তর সাতকানিয়া বিএনপি পরিবার নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছে।