1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র বাকলিয়া থানাধীন বগারবিলে হত্যাকান্ড ঘটনার ০৮ ঘন্টার মধ্যে সরাসরি জড়িত ০২ জন আসামী গ্রেফতার জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন দোহাজারী শাখার উদ্যোগে আলোচনা সভা সাতকানিয়ায় জায়গায় দখলে বাঁধা প্রতিপক্ষের দায়ের কোপে নুরুল কবির নিহত। দোহাজারী পৌরসভায় ৩১ দফার সমর্থনে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মহসিন জিল্লুর করিমের গণসংযোগ ও পথসভা সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাও তার ছেলেদের দা এর কুপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নুরুল কবির। সিএমপি’র সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)। মৌলভীর দোকান ট্রাক ও মিনি ট্রাক মালিক শ্রমিক সংগঠনের নির্বাচিত সদস্যদের সাথে দোহাজারী হাইওয়ে থানার ওসি মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে জামায়াতে ইসলামী রাজধানীর রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫ জন শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও রোগীদের দুঃখদুর্দশার কথা শুনলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও রোগীদের দুঃখদুর্দশার কথা শুনলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।

সরকারি হাসপাতাল গরিব ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল —আর সেখানে কোনো গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে সরাসরি অবহেলা। এমন মন্তব্য করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।   

বুধবার (২৩ জুলাই) দুপুরে তিনি পরিদর্শনে যান সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট সম্পর্কে সরাসরি অবহিত হন তিনি।

হাসপাতাল ঘুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহজাহান চৌধুরী বলেন, সরকারি হাসপাতাল গরিব মানুষের শেষ আশ্রয়স্থল। এখানে গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে।

তিনি বলেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন এই হাসপাতালের আধুনিকায়ন, ভবন সম্প্রসারণ ও জনবল নিয়োগের বিষয়ে বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কিছু কাজ হয়েছে ঠিকই, কিন্তু এখনও এই হাসপাতালে অনেক ঘাটতি রয়ে গেছে। চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় ওষুধের অপ্রতুলতা এখনো বিদ্যমান। এটি অত্যন্ত উদ্বেগজনক।   

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, সরকারি হাসপাতাল হলো জনগণের। আপনাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে। আপনারা নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। 

শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতকে উপেক্ষা করেছে। যে অর্থে হাসপাতাল নির্মাণ ও পরিচালনা হয়, তা জনগণের পয়সায়। সেই জনগণ যদি সেবা না পায়, তাহলে তার দায় সরকারের।   

পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের যেসব সমস্যা তিনি সরেজমিনে দেখেছেন, সেগুলোর একটি তালিকা তৈরি করে আগামীর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। তাই জনগণের পাশে থাকতে হবে সবসময়, শুধু নির্বাচনের আগে নয়।   

তিনি আরও বলেন, জনগণের সম্পদ যেন জনগণের কল্যাণেই ব্যবহৃত হয়, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য সবার মধ্যে সচেতনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।   

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব ও ওষুধের স্বল্পতা রয়েছে। এমন বাস্তবতায় একজন সাবেক সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শনকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।

তিনি বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। যন্ত্রপাতির অভাব থাকলেও আমরা সীমিত সম্পদ দিয়ে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট