মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মেহেরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দুর্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আগুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চার জীবন বাচিয়েছে।
তাকে যখন উদ্ধার করা হয় তখন প্রায় মৃত্যু। হাসপাতালে নেয়ার পর আজ সন্ধ্যায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।