1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র বাকলিয়া থানাধীন বগারবিলে হত্যাকান্ড ঘটনার ০৮ ঘন্টার মধ্যে সরাসরি জড়িত ০২ জন আসামী গ্রেফতার জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন দোহাজারী শাখার উদ্যোগে আলোচনা সভা সাতকানিয়ায় জায়গায় দখলে বাঁধা প্রতিপক্ষের দায়ের কোপে নুরুল কবির নিহত। দোহাজারী পৌরসভায় ৩১ দফার সমর্থনে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মহসিন জিল্লুর করিমের গণসংযোগ ও পথসভা সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাও তার ছেলেদের দা এর কুপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নুরুল কবির। সিএমপি’র সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)। মৌলভীর দোকান ট্রাক ও মিনি ট্রাক মালিক শ্রমিক সংগঠনের নির্বাচিত সদস্যদের সাথে দোহাজারী হাইওয়ে থানার ওসি মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে জামায়াতে ইসলামী রাজধানীর রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫ জন শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী

সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীর আস্তানায় অভিযানে পরিচালনা করে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক, টর্চার এর জিনিসপত্র, সিসি ক্যামেরা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং সন্ত্রাসী দলের ১০ (দশ) জন সদস্য গ্রেফতার*

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীর আস্তানায় অভিযানে পরিচালনা করে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক, টর্চার এর জিনিসপত্র, সিসি ক্যামেরা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং সন্ত্রাসী দলের ১০ (দশ) জন সদস্য গ্রেফতার

ইং ২১/০৭/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৫:০০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় চট্টগ্রাম মহানগর এলাকার কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রঃ বুইস্যা তার সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে শো-ডাউন দিয়ে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে ফায়ার করছে মর্মে চান্দগাঁও থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হয়। তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যেরে ভিত্তিতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব আফতাব উদ্দিন এর নেতৃত্বে চান্দগাঁও থানার একটি আভিযানিক টিম ও সিপিসি-৩ র‍্যাব-৭ এর সদস্যদের নিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পিছনে মাছ বাজারের উপরে তৃতীয় তলায় সন্ত্রাসীদের আস্তানা ও গোপন টর্চারস সেলে অভিযান পরিচালনা করে তথায় উপস্থিত থাকা কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম ৥ বুইস্যা এর সহযোগী ০১। মোঃ বোরহান উদ্দিন (৩০), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-বিষনদী, খান বাড়ী, থানা-চাঁদপুর সদর, তেলা-চাঁদপুর, বর্তমানে-বাদুরতলা, মাজার গেইট, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০২। শাস্ত্র মজুমদার (২০), পিতা-ধনা মজুমদার, মাতা-রুজি মজুমদার, সাং-চৈতন্য মহাজন বাড়ী, চাপুরা, থানা-পটিয়, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বড় গ্যারেজ, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ সিদ্দিক, মাতা-মোহাঃ আকলিমা আক্তার, সাং-ডানে আটারকগুড়া, ২৭ নং অটারক ছড়া ইউপি, পোঃ-মাইনিসুখ, থানা লংগদু, জেলা-রাঙ্গামাটি, ০৪। মোঃ মারুফ (১৮), পিতা-নুরুল আলম, মাতা-শামসুন্নাহার, সাং-হামিদের বাড়ী, বলিরহাট, কোদালকাটা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ মিজানুর রহমান (৩২), পিতা-মোঃ জলকদর ফকির, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-এখলাসের বাড়ী, হলদিয়া পালং মধ্যম, ইউপি হলদিয়া পালং, থান-উখিয়া, জেলা কক্সবাজার, বর্তমানে-যুলতল, গুমদন্ডী, হযরত পেতন আন্ড মাজার গেইট, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ রোকন উদ্দিন (২৯), পিতা-মৃত হারুনুর রশিদ, মাতা-মৃত বিবি হাজেরা বেগম, সাং- চান্দ মিয়া বাড়ী, পুরাতন চান্দগাঁও, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ অন্তর (২২), পিতা-ওয়ালেস মিয়া, মাতা-বড়না বেগম, সাং-মির্জাবাড়ী, ভালশহর, ওয়ার্ড নং-৩, তালশহর ইউপি, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে-জামাল কলোনী, হাজী আলমগীরের ভাড়াটিয়া, মুরাদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৮। খড় পাল (২১), পিতা-রতন পাল, মাতা-শিল্পি পাল, সাং-পালপাড়া, ওয়ার্ড নং-৪, অধুননগর ইউপি, থানা-লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে মৌলভী পুকুরপাড়া, রিয়াজউদ্দিন, ভিলা, ৬ষ্ট তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ রাহাত (১৮), পিতা-মৃত মফিজ খান, মাতা-জোৎস্না বেগম, সাং-ভাসানচর, থানা-শশীভূষণ, তেলা-ভোলা, অন্যান্য-মুরাদপুর (ভাসমান), থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ ফরহাদ (২৪), পিতা-আবুল হাসেম, মাতা-হাজেরা বেগম, সাং-কাজিম মাঝির বাড়ী, উত্তর মোহরা, খানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বহদ্দারহাট কাঁচাবাজার, নুরেমদিনা দোকান, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে নিম্নবর্ণিত আলামত উদ্ধার করা হয়।
ক) ০১টি কাঠের বাটযুক্ত স্টিলের চাইনিজ কুড়াল, যার ধারালো অংশের দৈর্ঘ্য ৮ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৫ ইঞ্চি,
খ) ০১টি তাজা পিস্তলের গুলি, যার পারকিউশন ক্যাপে ইংরেজীতে KF 7.65 লিখা আছে,
গ) ০১টি লাল রঙের শটগানের কার্তুজ, যার পারকিউশন ক্যাপে 12 লিখা আছে,
ঘ) ০১টি হালকা সবুজ রঙের শটগানের কার্তুজ, যার পারকিউশন ক্যাপে মরিচা পড়া,
ঙ) ০১টি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের রামদা, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ২২ ইঞ্চি, চ) ০১টি কাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত স্টিলের তৈরি ধারালো ড্রেগার, যার ধারলো অংশের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈখা ১২ ইঞ্চি,
ছ) ০১টি কাটের বাটযুক্ত চাকু, যার ধারালো অংশের দৈঘা ০৫ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি,
জ) ০১টি প্লাস্টিকের বাটযুক্ত র‍্যাত, যার লোহার অংশের দৈর্ঘ্য ১০ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৪ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৪ ইঞ্চি।
ঝ) ০১টি ইলেকট্রিক শক মেশিন, যার গায়ে ইংরেজীতে Made in USA এবং 980000K Volt লেখা আছে,
ঞ) ০৫টি প্লাস্টিকের বোতলে মোট ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ, যার মূল্য অনুমান মোট ৫০০০/-টাকা,
ট) ৩৩০ মি.লি ওজনের ১০টি HUNTER ব্রান্ডের বিয়ার ক্যান, যার সর্বমোট ওজন-০৩ লিটার ৩০০ গ্রাম,মূল্য অনুমান ৫০০০/- টাকা
ঠ) ০১টি কালো পলিথিনে রক্ষিত ছোট ছোট সাদা কাগজে প্যাকেটস্থ গাঁজা, যার প্যাকেট সহ ওজন ৪০০ গ্রাম,
ড) মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত সাদা প্লাস্টিকের বায়ুরোধক জিপার ৫০০ পিস।
ঢ ) বিভিন্ন সাইজের মাদকদ্রব্য গাঁজা পুরিয়া করার কাজে ব্যবহৃত খালি কাগজোর প্যাকেট-২০০০ পিস,
ণ) মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি আরএফএল ব্রান্ডের ডিজিটাল ওজন মাপার মেশিন,
ত) ০১টি কাল রংয়ের কাধ ব্যাগ,
থ) ০১টি হেচকো ব্লেড, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৮ ইঞ্চি
দ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত করাত, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য-১৯ ইঞ্চি,
ধ) ১২টি ব্যবহৃত শটগানের কার্তুজ, যাহার ০৭টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 লিখা আছে, ০৪টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 GA RIO AMMO লিখা আছে, ০১ টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 STARLING ITALY লিখা আছে,
ন) ০৯টি ব্যবহৃত পিস্তলের গুলির খোসা, যাহার পারকিউশন ক্যাপে ইংরেজীতে KF 7.65 লিখা আছে,
প) ০১টি সবুজ রংয়ের গ্রিন পাওয়ার ব্রান্ডের হিটগান
ফ) বিভিন্ন সাইজের ০৩টি স্ক্রু ড্রাইভার ও ০৪টি প্লাস,
ব) ০১টি সাদা কাল রংয়ের টাকা গণনার মেশিন
ভ) ০৫টি বিভিন্ন সাইজের কাচি ও ০১টি ক্লাইডিই রুপ, যার দৈর্ঘ্য ২০ ফুট ।

গ্রেফতারকৃত আসামীরা চান্দগাঁও থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতংক সহ নিজের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসতেছে। আসামীদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট