1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় বিএনপি নেতা লায়ন মোঃ সেলিম উদ্দীনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক। মেহরিন মিস: একজন শিক্ষক, জাতির শ্রদ্ধা ও অনুপ্রেরণার নাম। উত্তর সাতকানিয়া বিএনপি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। । ঢাকা যাত্রাবাড়ী এলাকায় ২০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সাতকানিয়ার খাগরিয়ায় মমতাজ অলির সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও রোগীদের দুঃখদুর্দশার কথা শুনলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম এর ফিউনারেল প্যারেড সাতকানিয়া খাগরিয়াতে প্রবাসীকে কুপিয়ে জখম বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান এর বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন

সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীর আস্তানায় অভিযানে পরিচালনা করে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক, টর্চার এর জিনিসপত্র, সিসি ক্যামেরা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং সন্ত্রাসী দলের ১০ (দশ) জন সদস্য গ্রেফতার*

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীর আস্তানায় অভিযানে পরিচালনা করে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক, টর্চার এর জিনিসপত্র, সিসি ক্যামেরা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং সন্ত্রাসী দলের ১০ (দশ) জন সদস্য গ্রেফতার

ইং ২১/০৭/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৫:০০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় চট্টগ্রাম মহানগর এলাকার কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রঃ বুইস্যা তার সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে শো-ডাউন দিয়ে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে ফায়ার করছে মর্মে চান্দগাঁও থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হয়। তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যেরে ভিত্তিতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব আফতাব উদ্দিন এর নেতৃত্বে চান্দগাঁও থানার একটি আভিযানিক টিম ও সিপিসি-৩ র‍্যাব-৭ এর সদস্যদের নিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পিছনে মাছ বাজারের উপরে তৃতীয় তলায় সন্ত্রাসীদের আস্তানা ও গোপন টর্চারস সেলে অভিযান পরিচালনা করে তথায় উপস্থিত থাকা কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম ৥ বুইস্যা এর সহযোগী ০১। মোঃ বোরহান উদ্দিন (৩০), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-বিষনদী, খান বাড়ী, থানা-চাঁদপুর সদর, তেলা-চাঁদপুর, বর্তমানে-বাদুরতলা, মাজার গেইট, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০২। শাস্ত্র মজুমদার (২০), পিতা-ধনা মজুমদার, মাতা-রুজি মজুমদার, সাং-চৈতন্য মহাজন বাড়ী, চাপুরা, থানা-পটিয়, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বড় গ্যারেজ, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ সিদ্দিক, মাতা-মোহাঃ আকলিমা আক্তার, সাং-ডানে আটারকগুড়া, ২৭ নং অটারক ছড়া ইউপি, পোঃ-মাইনিসুখ, থানা লংগদু, জেলা-রাঙ্গামাটি, ০৪। মোঃ মারুফ (১৮), পিতা-নুরুল আলম, মাতা-শামসুন্নাহার, সাং-হামিদের বাড়ী, বলিরহাট, কোদালকাটা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ মিজানুর রহমান (৩২), পিতা-মোঃ জলকদর ফকির, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-এখলাসের বাড়ী, হলদিয়া পালং মধ্যম, ইউপি হলদিয়া পালং, থান-উখিয়া, জেলা কক্সবাজার, বর্তমানে-যুলতল, গুমদন্ডী, হযরত পেতন আন্ড মাজার গেইট, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ রোকন উদ্দিন (২৯), পিতা-মৃত হারুনুর রশিদ, মাতা-মৃত বিবি হাজেরা বেগম, সাং- চান্দ মিয়া বাড়ী, পুরাতন চান্দগাঁও, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ অন্তর (২২), পিতা-ওয়ালেস মিয়া, মাতা-বড়না বেগম, সাং-মির্জাবাড়ী, ভালশহর, ওয়ার্ড নং-৩, তালশহর ইউপি, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে-জামাল কলোনী, হাজী আলমগীরের ভাড়াটিয়া, মুরাদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৮। খড় পাল (২১), পিতা-রতন পাল, মাতা-শিল্পি পাল, সাং-পালপাড়া, ওয়ার্ড নং-৪, অধুননগর ইউপি, থানা-লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে মৌলভী পুকুরপাড়া, রিয়াজউদ্দিন, ভিলা, ৬ষ্ট তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ রাহাত (১৮), পিতা-মৃত মফিজ খান, মাতা-জোৎস্না বেগম, সাং-ভাসানচর, থানা-শশীভূষণ, তেলা-ভোলা, অন্যান্য-মুরাদপুর (ভাসমান), থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ ফরহাদ (২৪), পিতা-আবুল হাসেম, মাতা-হাজেরা বেগম, সাং-কাজিম মাঝির বাড়ী, উত্তর মোহরা, খানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বহদ্দারহাট কাঁচাবাজার, নুরেমদিনা দোকান, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে নিম্নবর্ণিত আলামত উদ্ধার করা হয়।
ক) ০১টি কাঠের বাটযুক্ত স্টিলের চাইনিজ কুড়াল, যার ধারালো অংশের দৈর্ঘ্য ৮ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৫ ইঞ্চি,
খ) ০১টি তাজা পিস্তলের গুলি, যার পারকিউশন ক্যাপে ইংরেজীতে KF 7.65 লিখা আছে,
গ) ০১টি লাল রঙের শটগানের কার্তুজ, যার পারকিউশন ক্যাপে 12 লিখা আছে,
ঘ) ০১টি হালকা সবুজ রঙের শটগানের কার্তুজ, যার পারকিউশন ক্যাপে মরিচা পড়া,
ঙ) ০১টি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের রামদা, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ২২ ইঞ্চি, চ) ০১টি কাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত স্টিলের তৈরি ধারালো ড্রেগার, যার ধারলো অংশের দৈর্ঘ্য ০৭ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈখা ১২ ইঞ্চি,
ছ) ০১টি কাটের বাটযুক্ত চাকু, যার ধারালো অংশের দৈঘা ০৫ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি,
জ) ০১টি প্লাস্টিকের বাটযুক্ত র‍্যাত, যার লোহার অংশের দৈর্ঘ্য ১০ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৪ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৪ ইঞ্চি।
ঝ) ০১টি ইলেকট্রিক শক মেশিন, যার গায়ে ইংরেজীতে Made in USA এবং 980000K Volt লেখা আছে,
ঞ) ০৫টি প্লাস্টিকের বোতলে মোট ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ, যার মূল্য অনুমান মোট ৫০০০/-টাকা,
ট) ৩৩০ মি.লি ওজনের ১০টি HUNTER ব্রান্ডের বিয়ার ক্যান, যার সর্বমোট ওজন-০৩ লিটার ৩০০ গ্রাম,মূল্য অনুমান ৫০০০/- টাকা
ঠ) ০১টি কালো পলিথিনে রক্ষিত ছোট ছোট সাদা কাগজে প্যাকেটস্থ গাঁজা, যার প্যাকেট সহ ওজন ৪০০ গ্রাম,
ড) মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত সাদা প্লাস্টিকের বায়ুরোধক জিপার ৫০০ পিস।
ঢ ) বিভিন্ন সাইজের মাদকদ্রব্য গাঁজা পুরিয়া করার কাজে ব্যবহৃত খালি কাগজোর প্যাকেট-২০০০ পিস,
ণ) মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি আরএফএল ব্রান্ডের ডিজিটাল ওজন মাপার মেশিন,
ত) ০১টি কাল রংয়ের কাধ ব্যাগ,
থ) ০১টি হেচকো ব্লেড, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য ১৮ ইঞ্চি
দ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত করাত, যার ধারালো অংশের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, মোট দৈর্ঘ্য-১৯ ইঞ্চি,
ধ) ১২টি ব্যবহৃত শটগানের কার্তুজ, যাহার ০৭টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 লিখা আছে, ০৪টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 GA RIO AMMO লিখা আছে, ০১ টির পারকিউশন ক্যাপে ইংরেজীতে 12 STARLING ITALY লিখা আছে,
ন) ০৯টি ব্যবহৃত পিস্তলের গুলির খোসা, যাহার পারকিউশন ক্যাপে ইংরেজীতে KF 7.65 লিখা আছে,
প) ০১টি সবুজ রংয়ের গ্রিন পাওয়ার ব্রান্ডের হিটগান
ফ) বিভিন্ন সাইজের ০৩টি স্ক্রু ড্রাইভার ও ০৪টি প্লাস,
ব) ০১টি সাদা কাল রংয়ের টাকা গণনার মেশিন
ভ) ০৫টি বিভিন্ন সাইজের কাচি ও ০১টি ক্লাইডিই রুপ, যার দৈর্ঘ্য ২০ ফুট ।

গ্রেফতারকৃত আসামীরা চান্দগাঁও থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতংক সহ নিজের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসতেছে। আসামীদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আটকৃত যুবকের পরিবারের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আটকৃত যুবকের পরিবারের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী কিশোরীর পরিবার। এতে লিখিত বক্তব্যে পারভীন আখতার বলেন, আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশের রসুলাবাদ এলাকায় শিহাবের সাথে প্রায় দেড় বছর ধরে আমার মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে সে। ইতিমধ্যে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  স্থানীয়রা তাকে পুলিশে ধরিয়ে দেন। এরপর থেকে আমারা মা-বাবা ও আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে থাকে। লিখিত বক্তব্যে আরও বলেন, অভিযোগে শহিদুল ইসলাম শিহাব (১৯) কে রোববার (৩০ জুন) রাতে আমার নিজ বাড়িতে মেয়ের সাথে মিলামিশা অবস্থায় স্থানীয়রা শিহাবে ধরে মৌলভীর দোকান নিয়ে আসেন। শহিদুল ইসলাম  শিহাব উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগড় বিওসির মোড় এলাকার মো. রমজান আলীর ছেলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৩০ জুন) গ্রেপ্তারের একই রাতে ঐ ধর্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিম কিশোরী ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসির ফল প্রত্যাশী। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। বিগত দেড় বছর আগে শহিদুল ইসলাম শিহাবের সাথ ওই কিশোরীর পরিচয় হয়। এ সম্পর্ক পরে প্রেম পর্যন্ত গড়ায়। প্রেমের সূত্রে উভয়েই পার্বত্য জেলা বান্দরবান শহরসহ বিভিন্নস্থানে বেড়াতে যেত। সেখানে শহিদুল ইসলাম শিহাব শারীরিক সম্পর্কে জড়িত হতে চাইলে কিশোরী প্রথমে বাঁধা দেয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাপের বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হত। সর্বশেষ রোববার (২৯ জুন) ওই কিশোরীর মা’সহ পরিবারের সকল সদস্য নানার বাড়িতে বেড়াতে গেলে রাতে সুযোগ বুঝে কিশোরীর ঘরে ঢুকে পূর্বের ন্যায় শারীরিক সম্পর্কে লিপ্ত হন শহিদুল ইসলাম শিহাব স্থানীয় জনসাধারণ বিষয়টি নিশ্চিত হলে শহিদুল ইসলাম শিহাব পালিয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা তাকে আটক করে। আটকের পর ছেলেটাকে জনরোষ থেকে রক্ষায় দ্রুত স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন, ব্যবসায়ী ইউসুফ সওদাগর, মেয়ে মামা আবদুল মোমেন মৌলভীর দোকান ইউসুফ সওদাগরের হোটেলের সামনে নিয়ে আসে পরে পরিবারের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও কেউ আসেনি। পরে সাতকানিয়া থানার সাথে যোগাযোগ করলে এস আই ইদ্রিসের নেতৃত্বে একটি ফোর্স এসে আটক করে নিয়ে যায়। সম্পূর্ণ সুস্থ অবস্থায় তুলে দেন শহিদুল ইসলাম শিহাবকে। সে নিজেই ধর্ষেন কথা উপস্থিত জনতার সামনে স্বীকারোক্তি দেন। এবং বিয়ে করতে রাজিও ছিলেন। পরিবারের চাপে বিয়ে করতে পারেনি। পরে কিশোরী তাকে প্রলোভন না করে বিয়ের জন্য চাপ দিলে শিহাব বিয়ে করবে না বলে ঘর ত্যাগ করে চলে যায়। বিষয়টি মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর থানায় মামলা করার সিদ্ধান্ত নেন কিশোরীর মা। কিশোরীর মা জানান, আমার মেয়ের সাথে শিহাব প্রথমে প্রেমের সম্পর্ক, পরে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষণ করে। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। মা হিসেবে বিষয়টি আমি মানতে পারছি না। এজন্য থানায় মামলা করেছি, যেন ধর্ষক ও প্রতারককে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার হয়। সামাজে এমন ঘটনা না ঘটে আর প্রত্যেক ধর্ষক যেনো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শহিদুল ইসলাম  শিহাবকে জনরোষের কবল থেকে জীবন রক্ষা করে নিরাপদে আইনের নিকট সোপর্দ করলো। সেই শহিদুল ইসলাম  শিহাবের মা নাগিস সুলতানার ৫ জুলাই  চাঁটগার সংবাদসহ কিছু অনলাইন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মনগড়া বানোয়াট অসত্য মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করলো এবং আমাদের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যা দৃষ্টি গোচর হয়েছে এলাকার সচেতনতা নাগরিকের নিকট। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদের ভাষা নেই। এলাকার নিরপরাধ মানুষের নামে এমন কুরুচিপূর্ণ বিতর্কিত মনগড়া সংবাদ প্রচার করায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ জনগণ। সাংবাদিকগণ জাতির বিবেক, আপনাদের নিকট যাচাই-বাছাই ব্যথিত এমন সংবাদ প্রচার আশা করিনি। ভবিষ্যতে জনস্বার্থে মিথ্যা পরিহার করে সঠিক ও নির্ভুল সংবাদ প্রচার করবেন বলে আশাকরছি। কিশোরীর মা আরো জানান, আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ছেলের মা নাগিস সুলতানা  বলেন সেই ১০ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হলে দেবে তবুও ছেলেকে বিয়ে দিবেনা। তারা প্রভাবশালী হওয়ায় ধর্ষনের মামলা হয়েও ধামাচাপা দিত চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ছেলের পরিবার আরো বলেন যারা তাদের (ধর্ষিতা)’র পরিবারকে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশ ছাড়া করার হুমকি দিচ্ছে। আমি একজন সহজসরল নিরীহ মানুষ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সাংবাদিক, প্রশাসনসহ দেশবাসীর কাছে ধর্ষনের সুষ্ঠু বিচার চাই। ধর্ষকের পরিবার প্রভাবশালী ও সম্পদয়ালী হওয়ায়  কোটি টাকার বিনিময়ে প্রভাব বিস্তার করে মামলা  তুলে নেওয়ার ভয় দেখাচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও উপস্থিত সংবাদ সম্মেলনে ছিলেন পারভীন আখতার, আম্বীয়া খাতুন, ইউছুপ চৌধুরী, শামীমা আক্তার, রিমু আক্তার প্রমূখ।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট