অদ্য ১৯ জুলাই ২০২৫ ইং, আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (২০২৫- ২০২৭ ইং) সেশনের নাম ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান বায়তুশ শরফ ইসলামি গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মাদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব, বায়তুশ শরফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহ সাহেব ও অত্র সংগঠনের উপদেষ্ঠামন্ডলীর সদস্যবৃন্দ।
অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মহোদয় হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলম কে সভাপতি ও মুহাম্মদ ইমরানুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে (২০২৫-২০২৭ ইং) সেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রাহবারে বায়তুশ শরফ (মা.জি.আ) আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং অত্র সংগঠনের সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাত করেন।