বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চন্দনাইশ উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক রনজিত
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চন্দনাইশ উপজেলার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি পূর্ণগঠন আলোচনা সভা আজ সকালে দোহাজারী ন্যাশনাল হাসাপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে সংগঠনের চন্দনাইশের সভাপতি গ্রাম ডাক্তার নুরুল ইসলাম এর সভাপতিত্বে অর্থ সম্পাদক সুজন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা গ্রাম ডাক্তার গোপাল কৃষ্ণ সুশীল।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম জেলা সভাপতি গ্রাম ডাক্তার মাহামুদুল হাসান।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা ও চন্দনাইশ উপজেলা সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার রনজিত কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ আরিফ, চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক সম্পাদক গ্রাম ডাঃ নার্গিস আকতার এতে স্বাগত বক্তা রাখেন, চন্দনাইশ উপজেলা সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ সেলিম উদ্দীন।
এই ছাড়াও উপস্থিত ছিলেন চন্দনাইশের কর্মরত গ্রাম ডাক্তার বৃন্দ।
এতে বক্তৃতারা বলেন, গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসক গ্রামীণ জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এরা সাধারণত সাধারণ রোগের চিকিৎসা করেন এবং জরুরি অবস্থার রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। গ্রাম ডাক্তাররা গ্রামের মানুষের কাছে পরিচিত এবং আস্থার প্রতীক। তারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রাম ডাক্তাররা গ্রামের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিবেদিত প্রাণ।
এই সময়ে জেলা উপজেলা নেতৃবৃন্দের সম্মতিতে দ্বি-বার্ষিক সম্মেলনের পূর্ণরায় সভাপতি নির্বাচিত হয় গ্রাম ডাক্তার নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয় গ্রাম ডাক্তার রনজিত দাশ। জেলা কমিটির নেতৃবৃন্দ পূর্ণজ্ঞ কমিটি শীঘ্রই ঘোষণা করার আহবান জানান।