চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ
চন্দনাইশ প্রতিনিধি।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে জব্দকৃত জালসমূহ অবৈধ উপকরণ হিসেবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১৪ জুলাই) সকালে চন্দনাইশ উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে এবং চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা-এর নেতৃত্বে চন্দনাইশ পৌরসভার নিশিকান্ত, চিকনখাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সব জাল জব্দ করা হয়।
চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান জানান, উপজেলার বিভিন্ন খালে-বিলে স্থানীয় জেলেরা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছেন।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেন। যার দৈর্ঘ্য আড়াই হাজার মিটার। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাছের প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা ধ্বংস করছে। এসব জাল মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্যের ওপর মারাত্মক ক্ষতিকর।
এই জালে শুধু মাছ নয়, পোনা, ব্যাঙ, শামুক, কচ্ছপ, সাপসহ নানা জলজ প্রাণী ধরা পড়ে। ফলে প্রাকৃতিক প্রজনন চক্র ব্যাহত হয় এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি হ্রাস পায়। এতে আমাদের জলাশয় থেকে দেশিয় মাছসহ সকল জলজ প্রাণি বিলুপ্ত হয়ে যেতে পারে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।