চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের চকরিয়া বড়ইতলী ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে মালবাহী ট্রাক।
ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে মালবাহী একটি ট্রাক।
চট্রগ্রাম–কক্সবাজার রেললাইনের
বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে সকাল ৬ টায় এ ঘটনা ঘটে।
মালবাহী ট্রাকটি পেকুয়া থেকে চকরিয়া যাচ্ছিল।ওই সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান বা
কোনো সংকেত ছিল না,
তাই ট্রাকটি ক্রসিং পার হচ্ছিল।
ঠিক তখনই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে হারবাং রেলস্টেশন
অতিক্রম করে বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকে থাকা চালক ও সহকারী
গুরুতর আহত হয়েছেন।
তাদের অবস্থা আশঙ্কাজনক।