উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এবং চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটের উপ-কমিশনার জনাব মোহাম্মদ সোলায়মান (এল. টি.)কে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। এতে রিয়াজুর হককে শিক্ষক প্রতিনিধি, সুধীর কান্তি দাশকে অভিভাবক সদস্য, পদাধিকার বলে বলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদকে সদস্য সচিব করা হয়।
১৩ জুলাই প্রফেসার মোঃ আবুল কাসেম সাক্ষরিত উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এডহক কমিটির অনুমোদন করেন।