সিএমপি'র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগ কর্তৃক সম্পত্তি সংক্রান্ত অনেক মামলার আসামী সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ০২ সক্রিয় সদস্য গ্রেফতার
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের এসআই / আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ১০/০৭/২৫ খ্রিঃ কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মো: হোসেন রিপন (৩৩) , পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- মলংমুরি থানা-চাটখীল, নোয়াখালী বতর্মানে- চমকে হাসপাতালের লাশঘরের সামনে বারান্দায় ভাসমান থানা- পাঁচলাইশ, সিএমপি ২। মোঃ শাহীন (১৯), পিতা- আবু সুফিয়ান, সাং- দৌলতপুর থানা- দাউদকান্দি, কুমিল্লা বর্তমানে- চট্টগ্রাম শহরে প্রবর্তক মোড়ে ভাসমান অবস্থায়, থানা- পাঁচলাইশ, সিএমপি'দ্বয়কে গ্রেফতার করেন। উক্ত আসামীরা পলাতক ও অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। বর্নিত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, আসামীদ্বয়ের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।