সাতকানিয়ায় ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৫৭৫৮ এসএসসি /দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তির্ন হয় ৪৩২০ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের এবারের পরীক্ষায় মোট ৫৭৫৮ জন পরীক্ষার্থী এসএসসি দাখিল পরিক্ষায় অংশ গ্রহণ করে তার মধ্যে ৪৩২০ জন উত্তির্ন হয়।
এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৪.৯০%।
উপজেলায় মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৪২ জন।
মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৩১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ২০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মাধ্যমিক স্তরে সাতকানিয়ার শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দাখিল মাদ্রাসার ফলাফল
দাখিল পরীক্ষায় মোট ১১৯০ জন শিক্ষার্থী পাস করেছে এবং তাদের মধ্যে ৪২ জন জিপিএ-৫ অর্জন করেছে। মাদ্রাসার মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে বারদোনা আল আমিন আদর্শ দাখিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠান থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।