বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে জনসভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, সাধারণ সম্পাদক শাশীমা বাছির স্মৃতি ও আখাউড়া উপজেলা মহিলা দলের সভাপতি আন্তরা চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ । অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫।