ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান খানের মৃত্যুতে ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গভীর শোক প্রকাশ
আমরা গভীর শোক ও হৃদয়বিদারক বেদনার সঙ্গে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং মুজিব হলের আবাসিক ছাত্র, জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক ও এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সক্রিয় সদস্য আহসান খান গতকাল রাতে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আহসান খান ছিলেন একজন অগ্রসর চিন্তার অধিকারী, সংগ্রামী ও ন্যায়পরায়ণ শিক্ষার্থী, যিনি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সাহসিকতার সঙ্গে সোচ্চার ছিলেন। তাঁর এ আকস্মিক মৃত্যুতে জাতি একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল তরুণকে হারাল। ছাত্রসমাজের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আহসান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুম আহসান খানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।