রাউজানের আলোচিত প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও রাউজান থানা পুলিশের একটি যৌথ টিম। হাটহাজারী উপজেলার বড়দিঘীরপাড় এলাকার লালিয়ার হাটের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাজিম উদ্দিন (৩৩), মো. দিদারুল ইসলাম (৩১) এবং শহীদা বেগম (৬৪)। তারা তিনজনই রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের তিতা গাজী বাড়ির বাসিন্দা এবং নিহত নুরুল আলম বকুলের মা ও ভাই।
সূত্র জানায়, পারিবারিক জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মা, ভাই, বোনসহ কয়েকজন স্বজন মিলে নির্মমভাবে হত্যা করেন প্রকৌশলী নুরুল আলম বকুলকে। এ ঘটনায় নিহতের আরেক ভাই মো. রাজু আহম্মেদ বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাউজান থানার ওসি বলেন, “র্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, গত ১ এপ্রিল এক সাংবাদিক সম্মেলনে নিহত বকুলের ভাই ও মামলার বাদী মো. রাজু আহম্মেদ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং মামলার বাদী হিসেবে তাকে প্রাণনাশের হুমকির অভিযোগও তোলেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।