পাহাড় ধস মোকাবিলায় হিল ভিডিপির সাহসিকতা ও জনসেবার অনন্য দৃষ্টান্ত
গত ৭ জুলাই ২০২৫ তারিখ দিবাগত রাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হামিদিয়াপাড়া গ্রামে প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা মাটি ও পাথরে ঢেকে পড়ে, যার ফলে এলাকাবাসীর যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরিস্থিতি আঁচ করে আজ ৮ জুলাই ২০২৫ তারিখ সকালে হিল ভিডিপি সদস্য মোঃ আলী হোসেন দৃঢ় মনোবল ও সাহসিকতার পরিচয় দেন। তাঁর নেতৃত্বে স্থানীয় হিল ভিডিপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় ধসের মাটি ও পাথর কেটে সরিয়ে নেন। দীর্ঘ কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমের পর তাঁরা রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন।
এই উদ্যোগে শুধু যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারই হয়নি, বরং প্রমাণ হয়েছে – দুর্যোগ মুহূর্তে হিল ভিডিপি সদস্যরা কেবল পাহাড়ি নিরাপত্তা নয়, জনসেবায়ও নিবেদিতপ্রাণ। মোঃ আলী হোসেন ও তাঁর দলের তাৎক্ষণিক ও সাহসী ভূমিকা স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে তাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ ধরনের কার্যক্রম হিল ভিডিপি সদস্যদের আন্তরিকতা ও জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তুলে ধরে, যা দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা ও সহায়তার একটি অনন্য উদাহরণ।